How to use WhatsApp without phone number

কী করে ফোন নম্বর ছাড়া Whatsapp চালাবেন, জেনে নিন উপায় :-





১) প্রথমে অ্যাপস্টোর থেকে TextNow নামের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপর এই অ্যাপ আপনাকে একটি ইউনিক ফোন নম্বর দেবে, যা ব্যবহার করে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।

২) এরপর অ্যাপস্টোর থেকে নিজের ফোনে ডাউনলোড করতে হবে হোয়াটসঅ্যাপ। কম্পিউটার থেকে ব্যবহার করলে আপনাকে একটি এমুলেটর ডাউনলোড করে হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে হবে।

৩) TextNow অ্যাপ ইনস্টল করে সেট আপ শেষ করে ফেলুন। এখানে আপনি নিজের ফোন নম্বর দেখতে পাবেন। এই নম্বরটি নোট করে রাখুন। হোয়াটসঅ্যাপ লগ-ইন করতে প্রয়োজন হবে এই নম্বর।

৪) এরপর ঐ নম্বরটি দিয়ে হোয়াটসঅ্যাপে লগ-ইন করতে হবে।

৫) TextNow নম্বর এন্টার করুন শর্তাবলী মেনে নিয়ে এখানে আপনার TextNow এর নম্বর এন্টার করুন।

৬) SMS ভেরিফিকেশন ফেল করার জন্য অপেক্ষা করুন
SMS ভেরিফিকেশন ফেল করার জন্য 5 মিনিট অপেক্ষা করুন। এবার আপনার ফোনে কলব্যাকের অপশন দেখতে পাবেন। সেখানে Call Me অপশন সিলেক্ট করুন। এবার আপনার TextNow নম্বরে কল করবে হোয়াটসঅ্যাপ কতৃপক্ষ।

৭) ভেরিফিকেশন কোড জানুন এবার TextNow অ্যাপ ওপেন করে হোয়াটসঅ্যাপ কলের জন্য অপেক্ষা করুন। কল এলে তা রিসিভ করে, ফোনের মাধ্যমে জানানো ভেরিফিকেশন কোড লিখে রাখুন।

৮) ভেরিফিকেশন শেষ করুন এবার ভয়েস কলের মাধ্যমে জানানো কোড হোয়াটসঅ্যাপ-এ বসিয়ে ভেরিফিকেশন শেষ করুন।

৯) সেট আপ শেষ করুন ভেরিফিকেশন কোড বসানোর পরে ধাপে ধাপে ভেরিফিকেশন পদ্ধতি শেষ করুন। এবার আপনার হোয়াটসঅ্যাপ অ্যাক্যাউন্ট তৈরি হয়ে গেছে।

Comments :

Post a Comment