কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব । গুগল ম্যাপে লোকেশন যুক্ত করুন
আপনারা চাইলে Google maps এর মধ্যে অনেক সহজেই নিজের ঘর, দোকান, ব্যবসা ইত্যাদির ঠিকানা বা লোকেশন এড করতে পারবেন। এর জন্যে আপনার কাছে একটি স্মার্টফোন (smartphone), ইন্টারনেট (Internet) এবং একটি জিমেইল একাউন্ট অবশই থাকতে হবে।
আপনি নিজের computer বা smartphone যেকোনো device থেকেই এই কাজটি করে নিতে পারবেন।তবে, নিচে আমি যেই পদ্ধতি বা স্টেপ গুলো বলতে চলেছি সেগুলো একটি android mobile এর মাধ্যমে আপনাকে করতে হবে। কারণ, আজকাল একটি android mobile আমাদের প্রত্যেকের কাছেই রয়েছে আর মোবাইল থেকে এই কাজ অনেক সহজেই করা সম্ভব। তাহলে চলুন, গুগল ম্যাপে নতুন লোকেশন এড কিভাবে করবেন সেটার স্টেপ গুলো জেনেনেই।
সবচেয়ে প্রথমে আপনাকে নিজের মোবাইলে Google maps এর application ওপেন করতে হবে। আপনি যদি একটি android mobile ব্যবহার করছেন, তাহলে আপনার মোবাইলে আগের থেকেই গুগল ম্যাপ ইনস্টল করা আছে।
এপ্লিকেশন ওপেন করার পর এবার আপনাকে একেবারে নিচে থাকা contribute অপশনে ক্লিক করতে হবে।
Contribute option এর মধ্যে click করার পর আপনি ওপরে কিছু options দেখতে পাবেন। Edit map, Add place, write review, add photo
যেহেতু আমরা নতুন করে একটি address যোগ করতে চাইছি, তাই আমরা Add place এর মধ্যে click করবো।
এবার আপনাদের কাছে জায়গা (place) যোগ করার জন্য একটি পেজ চলে আসবে।
এখন, একে একে জায়গার নাম (name), ক্যাটাগরি, জায়গার লোকেশন (address), এবং যদি সেই জায়গার কোনো ছবি, যোগাযোগ নম্বর, ওয়েবসাইট ইত্যাদি আছে তাহলে সেটা দিয়ে দিতে হবে।
এবার সবটা দিয়ে দেওয়ার পর ওপরে থাকা next button এর মধ্যে click করুন।
এখন, গুগল ম্যাপ এর মধ্যে আপনার নতুন করে যোগ করা ঠিকানার আবেদন জমা হয়ে যাবে।
এখন গুগল আপনার ঠিকানা verify করে সেটাকে গুগল ম্যাপ এর মধ্যে অনেক তাড়াতাড়ি যোগ করে দিবে।
Comments :
Post a Comment