মোবাইল ফোনের প্যাটার্ন লক ভুলে গেছেন? রইল কয়েকটি সহজ উপায়
প্যাটার্ন বা কোড নম্বর ভুলে গেলে সাধারণত মানুষ লোকাল মোবাইল সার্ভিস সেন্টারে নিয়ে যান। সেখানে কিছু প্রযুক্তি ব্যবহার করে ওই লক খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু এই সমস্যার সমাধান আপনি বাড়ি বসেই করতে পারবেন। কীভাবে? জেনেনিন কিছু সহজ step-
Step 1- সবার প্রথমে আপনার ফোনটি সুইচ অফ করুন।
Step 2- এরপর 1 মিনিট মতো অপেক্ষা করুন।
Step 3- এবার পাওয়ার বাটন এবং ডাউন ভলিউম 'কী' একসঙ্গে প্রেস করুন। যতক্ষণ না পর্যন্ত স্ক্রিনে কোনও লেখা আসে ততক্ষণ প্রেস করে রাখুন।
Step 4- যদি স্ক্রিনে কোনও লেখা দেখা যায় তাহলে বুঝতে পারবেন ফোনটি রিকভারি মোডে চলে গেছে।
Step 5-এরপর factory reset button-এর উপর ক্লিক করুন।
Step 6- স্ক্রিনে wipe Cache-অপশন আসবে। সেখানে ক্লিক করে ডেটা ক্লিন করতে হবে।
Step 7- এরপর আবার সুইচ অফ করে অ্যান্ডরয়েড ডিভাইসটি চালু করতে হবে। এবার কোড বা প্যাটার্ন ছাড়াই ফোন অ্যাকসেস করতে পারবেন।
আপনার ফোনটি Google Android Device manager ওয়েবসাইটের মাধ্যমেও আনলক করা সম্ভব। এর জন্য প্রথমে Google Android Device manager ওয়েবসাইটে গিয়ে সব ডেটা ক্লিন করতে হবে। এবং তারপর ফোনটি রিসেট করতে হবে। ফোনটির রিসেট কমপ্লিট হলে ফোনে অ্যাকসেস করা সম্ভব।
তবে এই প্রসেস-এ আপনার ফোনে থাকা contacts, SMS, অ্যাপ, মিউজ়িক, ভিডিয়ো সব ডিলিট হয়ে যাবে।
এছাড়াও আরও একটি উপায়ে ফোন আনলক করা সম্ভব। তবে তার জন্য ফোনে ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে।
Step 1- প্রথমে 5 বার ভুল প্যাটার্ন দিন,5 বার ভুল প্যাটার্ন দিলেই try after 30 seconds লেখা দেখাবে।
Step 2- এরপর “Forgot password” দেখতে পাবেন ফোনে।
Step 3- “Forgot password”-এ ক্লিক করে সেখানে আপনার মেল আইডি এবং পাসওয়ার্ড দেবেন।
Step 4- উপরের স্টেপগুলি কমপ্লিট করলেই নতুন প্যাটার্ন সেট করতে পারবেন।
Comments :
Post a Comment