লক করে রাখা ফেসবুক প্রোফাইলের ছবি দেখবেন কী ভাবে?
একজন ফেসবুক ইউজারে প্রোফাইল আইডি যে ভাবে চেক করবেন
১) আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করুন।
২) যে ইউজারের প্রোফাইল আইডি দেখতে চাইছেন, তাঁর প্রোফাইলে যান।
৩) সেই পেজের যে কোনও একটি জায়গায় রাইট ক্লিক করুন।
৪) এবার ভিউ পেজ সোর্স অপশনে ক্লিক করুন।
৫) কনট্রোল + F প্রেস করে সেই পেজের এন্টিটি_আইডি দেখে নিন।
৬) এবার খেয়াল করবেন, সেই এন্টিটি_আইডির ঠিক পাশেই রয়েছে সেই প্রোফাইলের আইডি।
এবার যে ভাবে লক করে রাখা ফেসবুক প্রোফাইলের ছবি দেখবেন?
১) আপনার ফেসবুক প্রোফাইলে লগ ইন করুন।
২) এবার যে ব্যক্তির ফেসবুক প্রোফাইল (লক করে রাখা) পিকচার দেখতে চাইছেন, তার প্রোফাইলে চলে যান।
৩) প্রোফাইল আইডি বা ইউজারনেম কপি করে নিন।
৪) নোটপ্যাড বা ওয়ার্ড ডকুমেন্ট খুলে রাখুন। তারপরে এই ইউআরএল সেখানে পেস্ট করে দিন। এই ইউআরএল-এর একটি অংশে রয়েছে ইউজারনেম। সেখানে দিয়ে দিন আপনার কপি করে রাখা প্রোফাইল আইডি বা ইউজারনেম।
৫) এবার ওই আপডেটেড ইউআরএল কপি করে পেস্ট করুন আপনার পছন্দসই যে কোনও একটা ব্রাউজ়ারে।
Comments :
Post a Comment