হার্ডডিস্ক পার্টিশন করার সহজ নিয়ম (Windows 7, 8, 10 +)
যখন আপনি একটি নতুন হার্ডডিস্ক নিজের কম্পিউটারে connect করেন, তখন সেখানে কেবল একটি মাত্র “drive” দেখানো হয়। যেমন, Drive D বা যেকোনো অন্য নামে।
এই ক্ষেত্রে, আপনার hard disk এর সম্পূর্ণ স্পেস (space), কেবল একটাই ভাবে ভাগ করা থাকে।উদাহরণ স্বরূপে, যদি আপনি একটি ৫০০ জিবি hard disk কিনে নিয়ে computer বা laptop এ সংযুক্ত করেছেন, তাহলে সেই সম্পূর্ণ ৫০০ জিবি স্পেসটি, কেবল একটি ভাগেই ভাগ করা থাকবে।যেমন - Drive D (500 GB space)। এখন, যদি আপনি আপনার hard drive এর storage space গুলোকে, আলাদা আলাদা ভাগে ভাগ করতে চাচ্ছেন, তাহলে আপনার করতে হবে হার্ডডিস্ক পার্টিশন।
পার্টিশন এর মাধ্যমে, আমরা আমাদের সম্পূর্ণ হার্ড ড্রাইভ এর স্টোরেজ স্পেস গুলোকে আলাদা আলাদা ভাগে ভাগ করে নিতে পারি। হার্ড ডিস্কটি বিভিন্ন আলাদা আলাদা ভাগে ভাগ করার পর, তৈরি হয় বিভিন্ন নাম সহ আলাদা drive এর। যেমন, Drive C , Drive D, Drive E ইত্যাদি। তবে কম্পিউটারের হার্ড ড্রাইভ পার্টিশন প্রক্রিয়ার মাধ্যমে, আগের থেকে কম্পিউটারে থাকা পুরোনো partition গুলোকেও আবার ভাগ করা যেতে পারে। হার্ড ডিস্ক ড্রাইভ এর পার্টিশন করা মানে হলো, আমাদের কম্পিউটারে সংযুক্ত physical hard disk টিকে, নিজের প্রয়োজন অনুসরি বিভিন্ন আলাদা আলাদা সাইজ সহ ভাগিয়ে নেওয়া। এবং, হার্ড ডিস্কের এই ভাগ করা অংশ গুলোকে “C”, “D”, “E”, “F” ইত্যাদি হিসেবে নামকরণ করা। একটি hard drive এর মোট size যতটাই থাকবে, তার ওপরে নির্ভর করে হার্ড ডিস্ক এর বিভিন্ন ভাগ করা যেতে পারে। উইন্ডোস কম্পিউটারে হার্ডডিস্ক পার্টিশন করার নিয়ম -
সবার প্রথমে, নিজের windows computer থেকে “computer management” লিখে সার্চ করতে হবে। Search করার জন্য, desktop screen এর নিচে বামদিকে windows icon এর পাশে থাকা search box ব্যবহার করতে হবে। এখন, search box এ search করার পর, আপনারা computer management এর option দেখতে পাবেন এবং যেখানে আপনার ক্লিক করতে হবে। Windows 7 এর ক্ষেত্রে, my computer icon এ right click করেও আপনারা computer management দেখতে পারবেন।
এখন, computer management এর প্রোগ্রাম ওপেন করার পর, আপনারা বামদিকে কিছু option দেখতে পাচ্ছেন। Option গুলোর মধ্যে storage এর নিচে থাকা Disk management এর অপশনে ক্লিক করতে হবে। এখন, disk management এ ক্লিক করার সাথে সাথে, হাথের ডানদিকে আপনার কম্পিউটারের hard disk এর partition গুলো দেখিয়ে দেওয়া হবে। যদি আপনি একটি নতুন হার্ডডিস্ক ব্যবহার করছেন, তাহলে আপনাকে সম্পূর্ণ সাইজ সহ কেবল একটাই পার্টিশন দেখানো হবে. এবং, সেখান থেকে আপনি আলাদা আলাদা সাইজ এর পার্টিশন তৈরি করে নিতে পারবেন।
হার্ডিস্ক এর নতুন পার্টিশন তৈরি করার জন্য, সবচেয়ে প্রথমে, পুরোনো পার্টিশন থেকে কিছু free storage space খালি করে unallocated space তৈরি করে নিতে হবে। Unallocated space মানে, হার্ডডিস্ক এর সেই পরিমানের storage space, যেটা বর্তমানে কোনো ড্রাইভে ব্যবহার করা হচ্ছেনা। তাছাড়া, যদি আপনার কাছে আগের থেকে যথেষ্ট পরিমানের unallocated space রয়েছে, তাহলে সেখান থেকেও নতুন পার্টিশন তৈরি করা যেতে পারে। এখন, যেকোনো পুরোনো একটি পার্টিশন (drive) এ right click করুন এবং shrink volume অপশনে ক্লিক করুন।
আপনি যতটা পরিমানের space খালি করতে চাচ্ছেন, সেই পরিমানের free space সেই drive এ থাকতে হবে। এখন “shrink volume” এ ক্লিক করার পর আপনারা কিছু options দেখতে পাবেন। যেমন,
- Total size before shrink in MB
- Size of available shrink space in MB
- Enter the amount of space to shrink in MB
- Total size after shrink in MB
যতটুকু free storage space নিয়ে আপনারা shrink করেছেন, ততটুকু পরিমানের একটি unallocated space আপনারা দেখতে পাবেন। Drive এর list এর সাথে থাকা unallocated space এ গিয়ে right click করুন।আপনারা কিছু options অবশই দেখছেন, যেগুলোর থেকে New Simple Volume অপশনে ক্লিক করতে হবে। এখন, welcome to the new simple volume wizard এর একটি box ওপেন হবে। Box এর নিচে থাকা Next লিংকে ক্লিক করুন। এখন, specify volume size এর একটি box ওপেন হয়ে যাবে। ওপরে আপনারা maximum disk space in MB বলে একটি অপসন দেখবেন। Maximum disk space in MB তে পার্টিশন তৈরি করার ক্ষেত্রে সর্বাধিক ফ্রি স্পেস এর পরিমান দেওয়া থাকবে।
আপনি কতটুকু সাইজ ব্যবহার করে নতুন পার্টিশন তৈরি করতে চাচ্ছেন, সেটা Simple volume size in MB অপশনে লিখে দিতে হবে। চাইলে সম্পূর্ণ maximum disk space ব্যবহার করতে পারবেন। এখন, নিচে next বাটনে ক্লিক করুন। এখন আপনার নতুন partition এর একটি নাম দিতে হবে। আপনি যেকোনো একটি letter নাম হিসেবে বেছে নিতে পারেন। যেমন, “D” বা “E”.
New driver এর নাম দিয়ে দেওয়া পর, নিচে next button এ ক্লিক করুন। পরের বাক্সে আপনারা format partition এর অপসন দেখবেন। এখানে আপনার কিছু করার দরকার নেই। তবে, কেবল format this volume with the following settings অপশনে সিলেক্ট করে নিচে Next এ ক্লিক করুন। শেষে, completing new simple volume wizard এর একটি option দেখবেন। এখানে নিচে থাকা Finish লিংকে ক্লিক করুন।
এখন, আপনার বেছে নেওয়া disk size সহ একটি নতুন partition বা drive তৈরি হয়ে যাবে। এভাবে আপনারা কম্পিউটারের হার্ডডিস্ক এ থাকা unallocated disk space গুলোকে আলাদা আলাদা পার্টিশন করে আলাদা আলাদা ড্রাইভ তৈরি করে নিতে পারবেন।
Comments :
Post a Comment