স্মার্টফোনে ওয়াই-ফাই সিগন্যালের শক্তি বাড়ানোর ৮ মোক্ষম উপায়
১) ফোনটা একবার রিস্টার্ট করে নিন
এক্কেবারে বেসিক থেকে শুরু করুন। ফোনটা একবার অন্তত রিস্টার্ট করে নিন। এছাড়াও রাতে ঘুমাতে যাবার আগে ফোনটা বন্ধ করে দিতে পারেন। আর সকালে উঠে তা সুইচ অন করে নিন আর তার পরে ওয়াই-ফাই কানেক্ট করুন। দেখবেন, আগের চেয়ে একটু হলেও ওয়াই-ফাই সমস্যার সমাধান হয়েছে।
২) ওয়াই-ফাই রাউটারটা একবার রিস্টার্ট করে নিন
রাউটার একবার বন্ধ করুন। আনপ্লাগ করুন এবং সেই অবস্থায় অন্তত ১০-১৫ মিনিট রেখে দিন। এছাড়াও আপনি চাইলে রাউটারটি কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে রাখুন। আবার আপনি স্মার্টফোন ও রাউটার একসঙ্গেই বন্ধ করে কিছুক্ষণ রাখার পরে, দুটি একসঙ্গেই আবার অন করতে পারেন।
৩) ফোন ও রাউটারে যেন কোনও বাধার সৃষ্টি না হয়
সিগন্যাল ব্লকেজ় হতে পারে অনেক সময়। আর তার কারণটা হল ফোন ও রাউটারের মধ্যে একাধিক বাধার সৃষ্টি হওয়া। ঘরের দেওয়ালটা তো আর সরিয়ে দিতে পারবেন না। তবে আসবাবপত্র বা অন্যান্য ইলেকট্রনিক্স জিনিসপত্রের স্থান পরিবর্তন করুন। আবার ফোনটা দিনে সবথেকে বেশি যেখানে বসে ব্যবহার করেন, তার কাছাকাছিও রাউটারটা রাখতে পারেন।
৪) ফরগেট করে পুনরায় ওয়াই-ফাই নেটওয়ার্ক যোগ করুন
ফোন থেকে আপনার ওয়াই-ফাই নেটওয়ার্ক একবার রিমুভ করুন। তারপরে আবার নতুন করে একবার যোগ করে নিন।
৫) ফোনের মোটা কভারটা শিগগির বদলান
৮) ঠিকঠাক রাউটারের পিছনে খরচ করুন
Comments :
Post a Comment