How to check how many SIM cards on my name

 আপনার নামে বাজারে কয়টি সিম কার্ড তোলা হয়েছে ? 




পদ্ধতি ১ – ইন্টারনেট ব্রাউজ়ার থেকে প্রথমে এই লিঙ্কটি খুলুন।

পদ্ধতি ২ – লিঙ্কে ক্লিক করে আপনার মোবাইল নম্বরটি দিয়ে দিন। আপনার ফোন নম্বরে একটি ওটিপি চলে আসবে।

পদ্ধতি ৩ – ওটিপি সাবমিট করুন এবং আপনার সামনে একটি লিস্ট এসে হাজির হবে। সেই লিস্টে দেখা যাবে আপনার লিঙ্ক করা সিম কার্ডে খুঁটিনাটি। পাশাপাশি জেনে নিতে পারবেন যে, আপনার নাম ও আধার কার্ড ব্যবহার করে ঠিক কতগুলি সিম কার্ড তোলা হয়েছে।

পদ্ধতি ৪ – টিকিট রেইজ় করে এখানে রিকোয়েস্ট স্টেটাস বক্সে গিয়ে যদি টিকিট আইডি রেফারেন্স নম্বর দিতে পারেন, তাহলে আপনার আধার কার্ড ব্যবহার করে যতগুলি সিম কার্ড বাজার থেকে তোলা হয়েছে, সেগুলির ডিটেলস সম্পর্কে জানতে পারবেন।

পদ্ধতি ৫ – যে নম্বরটি আপনি এখন আর ব্যবহার করেন না। সেটিকে ব্লকও করতে পারবেন।

পদ্ধতি ৬ – আপনাকে একটি ট্র্যাকিং আইডি দেওয়া হবে, যেখান থেকে আপনি জেনে নিতে পারবেন যে আপনার ফোন নম্বরের ওই অবৈধ ব্যবহারকারীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে।

Comments :

Post a Comment