Why is my phone battery draining so fast
* মোবাইলে তারাতারি চার্জ ফুরিয়ে যায়,উপায় গুলো জেনে নিন।
1.অকারণে মোবাইলের Bluetooth অন করে রাখবেন না। প্রয়োজন শেষ হলে Bluetooth অফ করে রাখুন,এতে করে যেমন charge বাঁচবে তেমনি ভাইরাস আসার ভয়ও থাকবে না।
2.মোবাইল এর keypad এর শব্দ এবং vibration প্রয়োজন ছাড়া ব্যবহার না করাই ভালো। vibration এর কারণে তারাতারি charge ফুরোয়।
3.ডিসপ্লের যতটা সম্ভব কমিয়ে রাখুন,যতটুকু আলো হলে আপনি মোবাইলে কাজ করতে পারবেন,ঠিক ততটুকু আলো রেখে বাকিটা কমিয়ে রাখুন।
4.আপনার মোবাইলে কখনো দীর্ঘ সময় ধরে গেম খেলবেন না। এতে ব্যাটারিতে অনেক চাপ পড়ে এবং তারাতারি charge শেষ হয়ে যায়।
5.অনেক Application আছে যেগুলো যখন তখন আপনার মোবাইলে নোটিফিকেশন Alert দেয়।বেশিরভাগ সময় এগুলো অপ্রয়োজনীয় এবং ফোনের ব্যাটারির চার্জ কমিয়ে দেয়,কারন যখন এই নোটিফিকেশন গুলো আসে তখন সারাদিন অনেকবার এগুলো স্বল্প সময়ের জন্য হলেও ফোনের screen কে আলো জালাতে বাধ্য করে। এই ধরনের Application এর নোটিফিকেশন ডিজাবল করে দিন।
6.প্রয়োজন ছাড়া মোবাইলের Location,wifi & auto rotation বন্ধ করে রাখুন।
7.মোবাইল ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না তাহলে মোবাইলটি বন্ধ করে আবার চালু করে দেখুন তাও যদি না পায় তাহলে মোবাইলটি বন্ধ করে রাখুন,কারন নেটওয়ার্ক search এর জন্য প্রচুর চার্জ ব্যবহৃত হয়।
এই টিপস গুলো মেনেে চললে আপনার মোবাইলে অনেক বেশি সময় চার্জ থাকবে।
Comments :
Post a Comment