How to delete your Facebook Account

 How to delete your Facebook Account








*Delete account মানে একবার যদি আপনার account Delete করে দেন তাহলে আপনার Facebook account আর কোনোদিন ফিরে পাবেন না।


*Deactivate account মানে আপনার account যদি একবার deactivate করে দেন তাহলে পরবর্তী সময়ে আপনার account  active করতে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন আপনার বন্ধুরা যদি আপনার  Facebook id search করে তাহলে কিন্তু খুজে পাবেনা। আপনার বন্ধু ভাববে এই নামে কোনো account নেই।


Facebook account কীভাবে Deactive করবেন:-


প্রথমে Facebook এ আপনার account লগ ইন করে নেবেন। তারপরে setting অপশনে গিয়ে account setting অপশনে যাবেন। তারপরে security অপশনে যাবেন। এবার একদম নিচে চলে আসবেন সেখানে দেখতে পাবেন account deactivate লেখা আছে। এর ওপরে click করুন। এরপরে option select করার জন্য বলবে, আপনি কি কারণে আপনার account deactivate করতে চাইছেন। আপনি যে কোনো একটি অপশন select করে দেন। তারপরে deactivated অপশনে click করুন । এরপরে আপনার account deactivate হয়ে যাবে।



Facebook account কীভাবে Delete করবেন:-


প্রথমে Facebook setting এ যাবেন, তারপরে help center এ যাবেন। এরপর search box এ  delete my account লিখে search করবেন। এবার দেখতে পাবেন  how do i permanently delete my account এর ওপরে click করুন। তারপর desktop help এ যান। এবার মাঝখানে দেখতে পাবেন let us know লেখা আছে,এর ওপরে click করুন। তারপরে Facebook এর পাসওয়ার্ড দেবেন। এরপরে আপনার Facebook account Delete হয়ে যাবে।


একটা কথা মনে রাখবেন আপনার Facebook account Delete হতে minimum তিন দিন সময় লাগে।এই তিন দিনের মধ্যে আপনার account যদি লগ ইন করেন তাহলে আপনার account আবার activate হয়ে যাবে।

Comments :

Post a Comment