How do you know your whatsapp account hacked in bangla
আজকে আমরা জানব আপনার whatsapp account হ্যাক হয়ে গেলে কী করে বুঝবো।
প্রথমে আপনার whatsapp account ওপেন করুন। এরপর ওপরে 3 ডট এ ক্লিক করে whatsapp web এ যাবেন। যদি কোনো device এর নাম দেখতে পান তাহলে মনে করবেন আপনার account কেউ হ্যাক করে রেখেছে। আর যদি camera ওপেন হয় তাহলে আপনার account safe আছে। আপনার account যদি হ্যাক হয়ে থাকে তাহলে নীচে Log out from all computers লেখা থাকবে। এর ওপরে ক্লিক করলে যারা যারা আপনার account হ্যাক করে রেখেছে তাদের mobile থেকে log out হয়ে যাবে।
---------------------------ধন্যবাদ----------------------------
Comments :
Post a Comment